সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মাধ্যমিক পাশেই মিলবে সত্তর হাজার বেতনের কেন্দ্রীয় সরকারি চাকরি।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ নতুন বছরের শুরুতেই চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেবল মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের একটি শাখা কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই শাখা জুনিয়র টেকনিশিয়ান এবং ফায়ারম্যান মিলিয়ে মোট ২৭ জনকে নিয়োগ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র টেকনিশিয়ানের ২৫ টি এবং ফায়ারম্যানের ২ টি শূন্যপদ রয়েছে। ফায়ারম্যানের ক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক পাশ হতে হবে। ফায়ারম্যান ট্রেনিংয়ের সার্টিফিকেট বাধ্যতামূলক। পাশাপাশি, আবেদনকারীদের উচ্চতা ৫’৫” এবং দুটি চোখেই ফিল্ড ভিশন থাকতে হবে। চোখের কোনো সমস্যা থাকলে আবেদন গ্রহণ হবেনা।

প্রিন্টিং ট্রেডের রেগুলার কোর্সের আইটি শংসাপত্র থাকলে জুনিয়র টেকনিশিয়ানের জন্য আবেদন করা যাবে।

দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী। দুই পদে নিযুক্ত কর্মীদের বেতন হবে ১৮,৭৮০ টাকা 

ইচ্ছুক ব্যক্তিরা https://spphyderabad.spmcil.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

অনলাইন পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংলিশ ল্যাঙ্গোয়েজের বিষয়ে ১ নম্বরের প্রশ্ন থাকবে ১৬০ টি। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দেড় ঘণ্টা।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ