পোস্ট অনুযায়ী পোস্টিং করা হবে কলকাতা ছাড়াও দিঘা, পুরুলিয়া, শিলিগুড়ি এবং বর্ধমানের মিউজিয়ামে ।
১) অফিস অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ – ২টি
যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ। প্রতি মিনিটে ৩৫টি করে ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ৩০টি করে হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। টাইপিং এর অভিজ্ঞতা সাপেক্ষে সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাকা দরকার। কম্পিউটারে ১০ মিনিটের টাইপিং পরীক্ষা নেওয়া হবে নিয়োগের সময় ।
বেতনক্রম – ১৯,৯০০/- টাকা – ৬৩,২০০/- টাকা
২) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ – ১টি
যোগ্যতা – সায়েন্স গ্র্যাজুয়েট (গ্র্যাজুয়েসানে ফিজিক্স + ২ টি বিষয় এই সকল সাবজেক্ট এর মধ্যে – Chemistry, Mathematics, Electronics, Computer Science, Astronomy, Geology and Statistics)
অথবা,
সায়েন্স গ্র্যাজুয়েট (গ্র্যাজুয়েসানে কেমিস্ট্রি + ২ টি বিষয় এই সকল সাবজেক্ট এর মধ্যে – Zoology, Botany, Microbiology, Environmental Science, BioTechnology and Molecular Biology )।
স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতে কথা বলা, লেখা এবং পড়ায় দক্ষ হওয়া চাই।
বেতনক্রম – ২৯,২০০/- টাকা – ৯২,৩০০/- টাকা
৩) এক্সজিবিশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ – ১টি
যোগ্যতা – ভিজুয়্যাল আর্টস/ফাইন আর্টস/কমার্শিয়াল আর্টস এ ব্যাচেলর ডিগ্রী ।
বেতনক্রম – ২৯,২০০/- টাকা – ৯২,৩০০/- টাকা
৪) টেকনিশিয়ান
ক) ফিটিং
শূন্যপদ – ১টি
খ) কারপেন্ট্রি
শূন্যপদ – ১টি
গ) ইলেকট্রিক্যাল
শূন্যপদ – ১টি
যোগ্যতা – মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে আই টি আই পাশ হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কোর্সে এক বছরের অভিজ্ঞতা এবং এক বছরের কোর্সে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম – ১৯,৯০০/- টাকা – ৬৩,২০০/- টাকা
বয়স – ক্রমিক ১ নং পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। বাকি পোস্ট গুলির ক্ষেত্রে বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি এর ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অনলাইনে BITM এর অফিসিয়াল ওয়েবসাইট www.bitm.gov.in/recruitment এ ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।
আবেদন ফি ২০০/- টাকা। আবেদন ফি জমা দিতে লাগবে না মহিলা/প্রতিবন্ধী/এক্স – সার্ভিসম্যান এর ক্ষেত্রে ।অনলাইনে BHIM UPI/নেট ব্যাঙ্কিং অথবা Mastercard/Visa/Maestro/Rupay/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, ২০২২। আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BITM এর অফিসিয়াল ওয়েবসাইট www.bitm.gov.in ।
ঢাকা/মীম
0 মন্তব্যসমূহ