আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হতে যাচ্ছে সময়ের বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত দুই প্যানেল কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ।
কদিন আগেই মিশা-জায়েদ পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছিল অস্ট্রেলিয়া থেকেই তাদের সমর্থন জানিয়েছেন নায়িকা শাবনূর। তবে নির্বাচনের ঠিক আগের দিন অবশ্য দুই পক্ষের প্রতিই সমর্থন ও শুভ কামনার কথা জানিয়েছেন ঢালিউডের একসময়ের দাপুটে এই নায়িকা।
গণমাধ্যমকে শাবনূর বলেন, ‘দুই প্যানেলেই আছেন আমার শিল্পীরা। তাই আমার সমর্থন দুই প্যানেলেই।’
এই নায়িকার ভাষায়, ‘দুই প্যানেলে আমার আর্টিস্টরাই আছেন। মৌসুমী আপা আমার বড় বোনের মতো। তার সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি। রিয়াজ আর ফেরদৌস তো আমার খুবই অসাধারণ দুজন সহকর্মী। তাদের সঙ্গেও আমার অনেক সিনেমায় কাজ হয়েছে। তাই আমি বলতে চাই, সবাইকে আমি ভালোবাসি। দিন শেষে সবাই মিলেমিশে থাকুক।’
মিশা–জায়েদ প্যানেলকে সমর্থন দেওয়ার প্রশ্নে শাবনূর বলেন, ‘বিষয়টা আসলে মোটেও তেমন না। জয় আমাকে ফোন করেছিল, তখন তাদের প্যানেলের জন্য শুভকামনা জানিয়েছি। আমাকে অনেকেই ফোন করেন। সবার প্রতি আমার তো শুভকামনা–দোয়া থাকছে। আমি চাই, শিল্পীরা মিলেমিশে থাকুক। এখানে কাদা ছোড়াছুড়ির তো কিছুই নাই। যেমন ভাইয়াও (ইলিয়াস কাঞ্চন) আমার ভীষণ প্রিয়। তার মতো মানুষের জন্য তো মন থেকে শুভকামনা থাকবে। মিশা ভাইয়ের সঙ্গে আমার সিনেমায় কাজ হয়েছে।’
এই নায়িকার কথায়, ‘এখানে তো কেউ আসলে যুদ্ধে নামেননি। শিল্পীদের মনমানসিকতা উদার থাকতে হবে। এবার আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, রিয়াজ ও ফেরদৌস একসঙ্গে আছে। সুন্দর সব কথাবার্তাও বলছে। দুই প্যানেলের জন্যই আমার আন্তরিক শুভকামনা রইল।’
এর আগে একাধিক গণমাধ্যমের প্রকাশ হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান পরিষদকে সমর্থন জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর৷
সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভিডিও কলের মাধ্যমে এ শুভেচ্ছা জানান শাবনূর।
মিশা-জায়েদ পরিষদের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী জয় চৌধুরী বিষয়টি জানিয়ে সংবাদমাধ্যমকে বলেছিলেন, শাবনূর আপু কিছুক্ষণ আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানসহ অন্য প্রার্থীদের ভিডিও কলের মাধ্যমে সমর্থন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
শাবনূর জয়কে বলেন, ‘করোনার কারণে দেশে আসতে পারিনি। আমি নিজেও করোনায় আক্রান্ত ছিলাম। ইচ্ছা থাকলেও করোনার সংক্রমণ বাড়ায় এবারের শিল্পী সমিতির নির্বাচনে আসতে পারছি না। তবে তোমাদের পরিষদের প্রতি সমর্থন জানিয়ে ভালোবাসা ও শুভ কামনা রইলো। ‘
তবে নির্বাচনের ঠিক একদিন আগে নায়িকা শাবনূর এবারের নির্বাচন নিয়ে নিজের অবস্থান সংবাদমাধ্যমের কাছে পরিস্কার করে দিলেন।
ঢাকা/মীম
0 মন্তব্যসমূহ