পদের নামঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরঃ ৭টি পোস্ট
সাব ডিভিশনাল অফিসারঃ ৮৯টি পোস্ট
হিন্দি টাইপিস্টঃ ১টি পোস্ট
শিক্ষাগত যোগ্যতাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য আবেদনকারীর বাধ্যতামূলক / বৈকল্পিক বিষয় হিসাবে বা ডিগ্রি পর্যায়ে পরীক্ষার মাধ্যম হিসাবে হিন্দি/ইংরেজিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য: স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস।
বয়সসীমাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হবে।
এছাড়া অন্যান্যদের বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটগুলি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং সেগুলি পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্রটি ‘প্রিন্সিপাল ডিরেক্টর, ডিফেন্স এস্টেটস, সাউদার্ন কমান্ড, ইসিএইচএস পলিক্লিনিকের কাছে, কোধওয়া রোড, পুনে- 411040-এ পাঠাতে হবে।
ঢাকা/মীম
0 মন্তব্যসমূহ