সর্বশেষ খবর

10/recent/ticker-posts

বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে অবশেষে মুখ খুলল বিএনপি।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ বিএনপি দেশের ক্ষতি করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, তা ‘অসত্য’ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেছেন, ‘বিএনপি যা করে, তা দেশ ও গণতন্ত্রের স্বার্থে করে থাকে। বিএনপি বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রী অসত্য কথা বলেছেন।’

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এর আগে সোমবার (২৪ জানুয়ারি) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তসমূহ নিয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, র‍্যাবসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলেছে সরকার। এর দায় তাদেরকেই নিতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, তাড়াহুড়ো করে ইসি গঠন আইন প্রণয়ন জনগণের সঙ্গে প্রতারণা। বর্তমান সংসদের আইন প্রণয়নের অধিকার নেই কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়।

সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণে শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিস্থিতি জটিল হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ