সর্বশেষ খবর

10/recent/ticker-posts

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মিশা-জায়েদ, দেখালেন ‘ভি’ চিহ্ন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ খেলাধুলা, কোনো আইনি লড়াই বা নির্বাচনে জেতার পর ‘ভি’ চিহ্ন দেখানো খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে উঠেছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু লড়াই শুরুর আগেই যদি কোনো ব্যক্তি বা দল ‘ভি’ চিহ্ন দেখায়, সেটা ভিন্ন কিছুর আভাস দেয় কি? হ্যা, চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোট শুরুর আগে ঠিক তেমনটাই করলেন বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান।

শুক্রবার সকাল সোয়া ৯টা থেকে কড়া নিরাপত্তায় এফডিসিতে শুরু হয়েছে শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনের ভোট। এবারও নিজেদের প্যানেল থেকে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান লড়াই করছেন। অন্য আরেকটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

সকাল তখন ৯টা। ভোট তখনও শুরু হয়নি। সে সময় একসঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন মিশা সওদাগর ও জায়েদ খান। সেখানে হাস্যোজ্জল মুখে হাতের আঙুলে বিজয়ের চিহ্ন দেখিয়ে পোজ দেন দুজনে। এ যেন যুদ্ধে নামার আগেই বিজয়ের আভাস। হতে পারে তারা তাদের জয়ের ব্যাপারে এতটাই আশাবাদী যে, আগেভাগেই বিজয় চিহ্ন দেখিয়ে দিলেন। তবে মুখে সে কথা প্রকাশ করেননি টানা দুই মেয়াদে দায়িত্ব সামলানো মিশা-জায়েদ।

এবারের নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার আগেই এফডিসিতে হাজির হয়েছেন বেশ কয়েকজন তারকা। এর মধ্যে আছেন মিশা সওদাগর, ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস, নিপুণ, জায়েদ খান, ডিএ তায়েব প্রমুখ।

ভোট শুরুর আগ মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হন মিশা সওদাগর। তিনি বলেন, ‘সুন্দর, স্বাভাবিক পরিবেশে সবাই ভোট দেবেন। সকালে নির্বাচন কমিশন থেকে আমাকে ও কাঞ্চন ভাইকে ডেকেছেন। আমরা ব্যালট পেপার দেখেছি। ২৩৪ নম্বর ব্যালটে একটু ভুল ছিল। সেজন্য আমাদের সবার সম্মতিক্রমে সেটা বাতিল করা হয়েছে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

ঢাকা/মীম 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ