গত রবিবার রাতে সৌদি আরবের আল কাসিম শহরের বুরাইদা নামক এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি যুবক বশির আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে। ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট বশির আহমেদ।
পারিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবের আল কাসিম শহরের বুরাইদা নামক স্থানে পাড়ি জমান বশির আহমেদ। সেখানকার একটি কোম্পানিতেই কাজ করতেন বাংলাদেশি যুবক বশির। উক্ত কোম্পানিতে কর্মরত বেশ কিছু পাকিস্তানি নাগরিকদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে।
বন্ধুত্বের সুবাদে কোম্পানির একটি ক্যাম্পে তারা একসঙ্গেই থাকতেন। রবিবার রাতে করোনা টিকা দিতে নিয়ে যাওয়ার কথা বলে পাকিস্তানি বন্ধুরা ওই শহরের কোনো একটি নির্জন জায়গায় নিয়ে বশিরকে ধারালো অ স্ত্র দিয়ে গলা কে টে হ ত্যা করে।
রাতে ক্যাম্পে না ফেরায় নিকটবর্তী থানায় যোগাযোগ করে বশিরের আত্মীয়-স্বজন। পরে সৌদি পুলিশ এ ঘটনায় এক পাকিস্তানি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বশিরকে হ ত্যার ঘটনা স্বীকার করে তিনি।
এই ঘটনায় পুলিশ এক বাঙালিসহ দুই পাকিস্তানি যুবককে গ্রেফতার করেছে।
ঢাকা/মীম
0 মন্তব্যসমূহ