সর্বশেষ খবর

10/recent/ticker-posts

সোনার পোশাকে ফ্যাশন উইকে ঝড় তুলল উর্বশী।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ ফ্যাশন স্টেটমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার বরাবরই চর্চায় থাকেন তিনি। তাছাড়া সেনসেশনের অন্য আরেক নামও উর্বশী রাউতেলা। সম্প্রতি নেটমাধ্যমে একটি গাউনের ছবি শেয়ার করেছেন নায়িকা। যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়েছে অনুরাগীদের। আর হবেই না কেন? পোশাকটি যে সম্পূর্ণ সোনার তৈরি!

‘আরব ফ্যাশন উইকে’ চুল থেকে পা অবধি হিরে আর সোনায় মোড়া মণিমুক্তোখচিত এই হাই থাই স্লিট গাউন এ সকলের নজর কেড়েছেন তিনি। যার দাম ৪০ কোটি টাকা। ক্লিওপেট্রার আদলে এই পোশাকের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য: এই ধরনের ফ্যাশন উইকে কেউ এত দামের গাউন পরে আসেননি

ঢাকা/মীম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ