স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে প্রধানমন্ত্রী এক সময়ে ২ কোটি চাকরির ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন সেটার কী হল? এই নিয়ে কেন্দ্রকে প্রশ্নবাণে জর্জরিত করেছে বিরোধী গোষ্ঠীও। ২০১৯-এর লোকসভা ভোটের মুখে মোদী সরকার দাবি করেছিলেন যে, ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০১৮-র ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ১৬ মাসে চাকরি হয়েছে প্রায় ২ কোটি।
তবে সেই দু কোটি থেকে গ্রাফটা সোজা নেমে এল ৬০ লক্ষে। এক নিমেষে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি উধাও হয়ে গেল! ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণার আগেই অর্থমন্ত্রক এক নির্দেশিকায় ঘোষণা করে, পাঁচ বছর ধরে খালি পড়ে থাকা সরকারি সমস্ত পদ তুলে দেওয়া হবে৷
ঢাকা/মীম
0 মন্তব্যসমূহ