সর্বশেষ খবর

10/recent/ticker-posts

সভ্য সমাজের পতিতা-রাজিবুল ইসলাম রাজিব।।BDNews.in


সভ্য সমাজের  পতিতা

লেখকঃ রাজিবুল ইসলাম রাজিব

------------------------------------------------

দিনের আলোয় সামজীকতা।

 রাতের অন্ধকারে দেহ বিকায়।

 এর ই নাম কি নারী স্বাধীনতা।

মুখে  সমান অধিকার  এর কথা।

রাত হলেই হয়ে যায় পতিতা।


শরীর প্রদর্শন ই কি নারীর স্বাধীনতা।

দেহ দুলিয়ে যায় তো পতিতা।

 এখন তো সভ্য সমাজে হাজারো পতিতা।

কিছু বললেই মুখ দিয়ে বের হয়

 কোথায় গেলে পাবো নারী স্বাধীনতা।


 তোমার কাছে নারী  স্বাধীনতা মানেই নগ্নতা।

 সমাজ জুড়ে অস্লিলতা বেহায়াপনা।

 লজ্জা নাই বেহায়া বেশরম।

 কাপড় পরেও তুমি উলংগ।

দেহ প্রদর্শন ই তোমার স্বাধীনতা

আরে তুমি তো দেখছি সভ্য সমাজের পতিতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ