৬ মে (শুক্রবার) সকালে পিরোজপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল হাকিম হাওলাদার।
এ সময় পিরোজপুর সদর উপজেলাসহ নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় মোট ১ হাজার ৫০০ জন অসহায় ও দরিদ্রের মাঝে ২১ হাজার ৬০০ কেজি শুকনা খাবার বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ