সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে এই বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোবাইল ফোন আসক্তি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মিরপুর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।
এসময় তিনি বলেন, পড়াশোনা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নিয়োজিত করাটা শিক্ষক ও অভিভাবকদের গুরুদায়িত্ব। আমরা এ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি বলেই তরুণসমাজ মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। তিনি বলেন, বিজ্ঞান জাদুঘর বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা সৃজনশীল ও মেধা বিকাশের কার্যক্রমে তরুণ প্রজন্মকে মগ্ন রেখে মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত রাখতে চায়।
মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের।
এ সময় উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
0 মন্তব্যসমূহ