সূত্রে জানা যায়, কুমারখালী রাগীব হাসান টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক রাকিবুল ইসলাম স্বাধীনের বাড়ি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামে। তার নিজ জমি পরিস্কারের সময় কয়েকটি ফুলের গাছ কেটে ফেলে প্রভাষক স্বাধীন। তার জমির সীমানা সংলগ্ন সোহেল নামক এক প্রবাসীর বাড়ি। ঐ প্রবাসীর স্ত্রীর দাবী ফুল গাছগুলো তার।
ফুল গাছ কাটার অপরাধে প্রভাষক স্বাধীনের বিরুদ্ধে ঐ প্রবাসীর স্ত্রী কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়,ফুল গাছ যে জমির উপর ছিলো ঐ জমি প্রভাষক স্বাধীনের। তবে ফুল গাছ লাগিয়ে ছিলো প্রবাসীর স্ত্রী। এক প্রশ্নের উত্তরে প্রভাষক স্বাধীন জানান,আমার জমির উপর ফুল গাছ ঐ প্রবাসীর স্ত্রী লাগিয়ে ছিলো সত্য,তবে আমি বার বার তাকে গাছ তুলে নিতে বললেও তিনি তোলেনি। বিধায় আমার জায়গা পরিস্কার করতে হলে,গাছ কাটা ছাড়া উপায় নেই। আমার জমির উপরে লাগানো গাছ আমি কাটবো সমস্যা কোথায়।
প্রবাসীর স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে থানায়। এবং আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে পত্রিকায়। আমি প্রয়োজনে মানহানির মামলা করবো। এ ব্যাপার কুমারখালী থানার এ এস আই মাজেদ সত্যতা স্বীকার করে বলেন আমার কাছে প্রভাষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীর স্ত্রীর সাথে যোগাযোগ করতে গেলে তার বাড়ি তালাবদ্ধ দেখে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
0 মন্তব্যসমূহ