আলোচনা সভায় দৈনিক যুগান্তরের কুমারখালী উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল আরাফাত পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলম বাবু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ ইকবাল খান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার কেএইচ তুহিন আহমেদ, কুমারখালী উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি ফরহাদ আসিফ টিপু সহ সভাপতি কাজু আহমেদ,সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মণি,সাংগঠনিক সম্পাদক এম এ শাহিন হোসেন,নির্বাহী সদস্য বখতিয়ার হোসেন,মো:সফিকুল ইসলাম,এস এম কনক, সোহেল রানা, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি তানভীর লিটন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা শামসুল হুদা, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু প্রমুখ।
প্রধান অতিথি বিতান কুমার মন্ডল বক্তব্যে বলেন, যুগান্তর নাম দিয়ে যখন পত্রিকার জন্ম হয় তখন থেকেই চিন্তাধারা ছিলো যুগ যুগ ধরে এই পত্রিকা সত্য ও ন্যায় এবং নির্যাতিত মানুষের পাশে থাকবে। যেকারণে এমন ইউনিক নামকরণে এই পত্রিকার জন্ম হয়েছে। তিনি যুগান্তরের পথ চলার সফলতা কামনা করেন।
পরবর্তীতে কুমারখালী বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিম খানায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের আত্নার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
0 মন্তব্যসমূহ