সর্বশেষ খবর

10/recent/ticker-posts

তিনদিনের সাপ্তাহিক ছুটির পরিকল্পনা করছে সৌদি আরব।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটি আরও একদিন বাড়ানোর পরিকল্পনা করছে সৌদি আরব। দেশটিতে তিনদিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা চলছে সরকারের উচ্চ পর্যায়ে। মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গাল্ফ নিউজ।

এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবের শ্রম ব্যবস্থার পর্যবেক্ষণ চলছে। শ্রমিকদের কাজের মান বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনায় এনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বর্তমানে দুইদিন সাপ্তাহিক ছুটির নিয়ম প্রচলিত আছে সৌদি আরবে। বাকি ৫ দিনের মধ্যে একদিনের কর্মঘণ্টা হয় অর্ধেক। তবে এবার ‌২ দিনের বদলে সাপ্তাহিক ছুটি ৩দিন করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।

অবশ্য পরীক্ষামূলকভাবে এরই মধ্যে বেশ কিছু অঞ্চলে তিনদিনের ছুটি কার্যকর হয়েছে দেশটিতে। কর্তৃপক্ষ বলছে, যে উদ্দেশ্যে তিনদিনের ছুটির কথা ভাবা হচ্ছে, তা সফল। জরিপে দেখা গেছে, তিনদিন ছুটি দেয়ার কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই এবার এ বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ