সর্বশেষ খবর

10/recent/ticker-posts

জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের ওপর ছেড়ে দেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ বিদ্যুৎ ও গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের ওপর ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, সরকার এ দুই খাতে দীর্ঘ সময় ধরে যে ভর্তুকি দিয়ে আসছে, সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজধানীতে এক কর্মশালা শেষ এসব কথা বলেন তিনি। আরও বলেন, সরকারি জমিতে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা অর্জনে সরকারকে ওয়ার্ল্ড ব্যাংক সহযোগিতা করবে। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতিনিয়ত তেল-গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।

বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও এ সময় উল্লেখ করেন নসরুল হামিদ। বলেন, এখন সরকারের মূল লক্ষ্য সাশ্রয়ী বিদ্যুতের ব্যবস্থা করা। তার অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ