বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজধানীতে এক কর্মশালা শেষ এসব কথা বলেন তিনি। আরও বলেন, সরকারি জমিতে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা অর্জনে সরকারকে ওয়ার্ল্ড ব্যাংক সহযোগিতা করবে। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে প্রতিনিয়ত তেল-গ্যাস-বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।
বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও এ সময় উল্লেখ করেন নসরুল হামিদ। বলেন, এখন সরকারের মূল লক্ষ্য সাশ্রয়ী বিদ্যুতের ব্যবস্থা করা। তার অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ