সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন।।BDNews.in


গোলাম সরোয়ার, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই  মঙ্গলবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়ে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে  শেষ হয়। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম,  সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ দাস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ