বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার দাদপুর নামক এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত খাদিজা খাতুন (২৭) উপজেলার হেমন্তবাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার বিকালে স্ত্রী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করেন হাসান। পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন হাসান ও পরিবারের লোকজন। কিন্তু পথে খাদিজা মারা গেলে তার লাশ দাদপুর নামক এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে স্বামী হাসানসহ অন্যরা পালিয়ে যায়।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।
0 মন্তব্যসমূহ