সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুষ্টিয়ায় পিকনিকের নৌকা থেকে নদীতে লাফিয়ে কিশোর নিখোঁজ।।BDNews.in

কুষ্টিয়ার গড়াই নদে নৌকা নিয়ে পিকনিকে যাওয়া একটি দল।

বিডি নিউজ ডেস্কঃ কুষ্টিয়া সদরে গড়াই নদে `ডিজে মিউজিকে’র তালে পিকনিকের নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়ে এক কিশোর নিখোঁজের খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকালে সদর উপজেলার শ্মশান ঘাট সংলগ্ন জেলা পরিষদ পার্কের উত্তরে এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম জানান।

নিখোঁজ ১৭ বছর বয়সি শুভ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমিলপাড়ার দুলাল উদ্দিনের ছেলে। তিনি আলাউদ্দিন ইঞ্জিনিয়ারিংয়ে লেদ শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বর্ষাকালে প্রতি শুক্রবার আশপাশের জেলা-উপজেলা থেকে নৌকায় পিকনিকের আয়োজন করে কিশোর ও যুবকরা। এতে হৈ-হুল্লোর ও উচ্চশব্দের ডিজে মিউজিকের সঙ্গে তারা নাচানাচি করে।

গড়াই নদে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ শুভ।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে খুলনা থেকে আনা ডুবুরি দলের সহযোগিতায় ফের নদীতে উদ্ধার কাজ শুরু হয় বলে জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, “পিকনিকের নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজের খবর শুনেছি। এখন থেকে নদীতে পিকনিকের নামে উন্মাদ-নাচানাচি বন্ধ করে দেওয়া হবে।”

দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ