সর্বশেষ খবর

10/recent/ticker-posts

পাহাড়ে ঘুরতে গেলে যেসব বিষয়ে সতর্ক থাকবেন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ আপনি যদি শিমলা, দর্জলিং, গ্যাংটক এর মতন পাহাড়ি অঞ্চল (শহর) এ সপরিবার ঘুরতে যান।


  • আবহাওয়া বুঝে জমা কাপড নেবেন।
  • দাঁত এর মাজন, তেল সাবান, কম পরিমাণ এ নেবেন বা সচে নেবেন, লোকাল দোকান এ পেয়ে যাবেন, যোদি বেশি দিনের ট্রিপ হয়।
  • পাহাড়ি জগতে হাঁটা কঠিন, ভালো জুতো নেবেন। লেঘিত রাইট হলে বেশি হাঁটলে উসুবিদে নেই।

আপনি একটু দুর্গম পাহাড়ে বা হিমালান ট্রেকিং এ যান তাহলে-


  • ট্রেকিং এর জুতো নেবেন।
  • সুইস চাকু নেবেন, আমাজন/ ফ্লিপকার্ট বা লোকাল দোকান এ পাওয়া যাবে, ভিত্রোনিক্স কোম্পানি এর প্রোডাক্ট।
  • একটা মুগ, প্লেট, বোল, চামুচ নেবেন।
  • তৈলেট পাপের এর রোল নেবেন, বিভিন্ন কাজ এ সহযোক।
  • পাপের সোপ রাখবেন।
  • টর্চ, পারছে পুরনো অ্যালুমুনিয়াম এর বড়ো টর্চ।
  • বড়ো মোটা দোডি।
  • আনতত ৪-৫ মাস আগে থেকে নিজের ফিটনেস ইমপ্রুভ করার চেষ্টা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ