শাহিদা পারভীন রেখা
==================================
উঠলো রবি ছুটলো রোদ
হালকা হাওয়া শীতল বোধ,
চলছে নারী মাথায় ধান
আনন্দে তার নাচছে প্রাণ।
জটলা পাকায় পাখির ঝাঁক
পথ হারালো নদীর বাঁক,
কাঁঠ বিড়ালি এডাল ওডাল
লাফিয়ে বেড়ায় ছন্দ বেতাল।
শালিক দৌঁড়ায় ধান ক্ষেতে
কৃষাণ বধূ হাফায় যেতে,
সোনালী ধানে ঢেউয়ের নাচন
দোয়েল শ্যামা ফিঙের কোলাহল।
জীব বৈচিত্রে রয়েছে ভরা
আনন্দে কৃষক আত্নহারা,
করবে নবান্নে পায়েশ পিঠা
কৃষকের শুধুই ব্যকুলতা।
পাহাড় নদী সবুজ ঘেরা
দেশটি মোদের বিশ্ব সেরা,
মানুষে মানুষে কেবল বিরোধ
পশু পাখির সন্প্রতি বোধ।
0 মন্তব্যসমূহ