বশির আহমেদ
======================
ঢাকা এসে মন হাসে
কি শোভা দেখি রে,
আজব আর নয় সে
হাহাহা সে কি রে!
সারি সারি গাড়ি চলে
পাশাপাশি রেল,
উপরেও চলে তাহা
মনোলোভা খেল।
উড়াল সড়কে বাস
সমতলে গাড়ি,
দুই পাশে উঁচু তার
নভঃ ছোঁয়া বাড়ি।
রাতের আঁধার নাই
লাল নীল বাতি,
রঙ বেরঙের সে তো
জ্বলে সারা রাতি।
দিনভর কোলাহল
কর্মমূখী ঢাকা,
আধুনিক সে যে তবু
দিন শেষে ফাঁকা।
0 মন্তব্যসমূহ