আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ২৪ জন নারী প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়।
নৌকা প্রতীকে লড়বেন যে ২৪ নারী
১. গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা
২. রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী
৩. গাইবান্ধা-১ আফরোজা বারী
৪. গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি
৫. গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি
৬. বগুড়া-১ সাহাদারা মান্নান
৭. সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী
৮. বাগেরহাট-৩ হাবিবুন্নাহার
৯. বরগুনা-২ সুলতানা নাদিরা
১০. বরিশাল-৪ ড. শাম্মী আহমেদ
১১. শেরপুর-২ মতিয়া চৌধুরী
১২. ময়মনসিংহ-৩ নিলুফার আঞ্জুম
১৩. কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর
১৪. মানিকগঞ্জ-২ মমতাজ বেগম
১৫. মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন
১৬. ঢাকা-৪ সানজিদা খানম
১৭. গাজীপুর-৩ রোমানা আলী
১৮. গাজীপুর-৪ সিমির হোসেন রিমি
১৯. গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি
২০. কুমিল্লা-২ সেলিমা আহমাদ
২১. চাঁদপুর-৩ ড. দীপু মনি
২২. লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী
২৩. চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার
২৪. কক্সবাজার-৪ শাহিন আক্তার
এর আগে, দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে কমপক্ষে ছয়টি আসনে একজন করে মনোনয়ন ফরম কেনেন। বাকি ২৯৪টি আসনে ৩ হাজার ৩৫৬ মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ২৩ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট।
0 মন্তব্যসমূহ