লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, "আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিলকে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে স্বাগত জানানোর পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটি। বর্তমান নির্বাচন কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য বর্তমান নির্বাচন কমিশনের যথেষ্ট সক্ষমতা রয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে সমুন্নত রাখা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব।
এদেশের জনগণ ইতিমধ্যে আগুন সন্ত্রাসীদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত কর্তৃক জাতীয় নির্বাচন বানচালের কোন অপচেষ্টা করলে বীর মুক্তিযোদ্ধা পরিবাররা এসব সন্ত্রাসীদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিবাদ। বিদেশী শক্তির মদদপুষ্ট দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড।
0 মন্তব্যসমূহ