সুমি ঘোষ
================
যে মানুষগুলো অনেক লোভী হয়
মিথ্যার বলয়ে সাজিয়ে কথা কয়
সে মানুষগুলোর মনে,
ঈশ্বরের জন্য কখনো কি কোন ভয় হয়!
তারা কি কখনো ভাবে আমাকে যেতে হবে,
মৃত্যুর পরে তার কর্মের জন্য যে ভৎসনা দেয়া হবে
সে তো শুধু তাকেই সইতে হবে।
তবুও এরা নির্বোধ- অবোধ, করে চলে হানাহানি,
নিজের স্বভাবেই করে বেড়ায় কথার কানাকানি।
প্রভু তুমি কেমন করে সইছো এদের, অপরাধের বাড়াবাড়ি?
সারাক্ষণ ওদের মাথায় ঘোরে শুধু নেয়া আর কারাকারি।
আমিতো অতি সাধারণ ক্ষুদ্র এক জীব ,
কি করে সইবো বলো নরকের উই কীট।
আমায় তুমি শক্তি দাও, দাও আরো ধৈর্য
অন্যায় যেন রুখে দাঁড়াই, বাড়াই বিবেকের ঐশ্বর্য।।
0 মন্তব্যসমূহ