সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। পারিবারিকভাবে সেলিম আলতাফ আওয়ামী লীগ পরিবারের সন্তান।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাংসদ গোলাম কিবরিয়ার দৌহিত্র তিনি। তার চাচা আবুল হোসেন তরুন ও চাচি সুলতানা তরুণও সাংসদ ছিলেন। আরেক চাচা সামছুজ্জামান অরুণ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র। বাবা প্রয়াত আলতাফ হোসেন কিরণ মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষক ছিলেন। মা মমতাজ বেগম অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা। বর্তমানে তিনি কুমারখালী মহিলা পরিষদের সভানেত্রী।
কুমারখালীতে আওয়ামী লীগের গোড়াপত্তনকারী পরিবারের মানুষ হিসেবে সেলিম আলতাফ জর্জ পরিচিত। তার শিক্ষাগত যোগ্যতা এলএলএম। তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়েন এবং বার ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০১৮ সালে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
0 মন্তব্যসমূহ