সর্বশেষ খবর

10/recent/ticker-posts

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু।।BDNews.in


মোঃ এমদাদুল হক, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ড কাকচর নদীর পাড় এলাকার সমেদ আলীর ছেলে মাহমুদ হাসান (রিপন) নামের এক শিক্ষার্থী নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসস্ট্যান্ড নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

জানা যায়, শুক্রবার বিকাল ৫ টায় কানারামপুর থেকে আসা নান্দাইল গামী টমটম (নসিমন) গাড়ির সাথে মাজর বাসস্ট্যান্ড এলাকায় কানারামপুর গামী মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিপন ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় রিপনের মৃত্যু হয়। 

পরিবার সুত্রে জানাযায়, সমেদ আলীর পাঁচ সন্তান। নিহত রিপনদের চার ভাই এক বোন, নিহত রিপন সর্বকনিষ্ঠ পুত্র। সে শহীদ স্মৃতি সরকারি আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল।

নিহত রিপনের সহোদর বড় ভাই বলেন, আমাদর ভাই-বোনের মধ্যে, এক মাত্র রিপন কলেজ পর্যন্ত পড়াশোনা করেছে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ