জানা যায়, শুক্রবার বিকাল ৫ টায় কানারামপুর থেকে আসা নান্দাইল গামী টমটম (নসিমন) গাড়ির সাথে মাজর বাসস্ট্যান্ড এলাকায় কানারামপুর গামী মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিপন ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় রিপনের মৃত্যু হয়।
পরিবার সুত্রে জানাযায়, সমেদ আলীর পাঁচ সন্তান। নিহত রিপনদের চার ভাই এক বোন, নিহত রিপন সর্বকনিষ্ঠ পুত্র। সে শহীদ স্মৃতি সরকারি আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে অধ্যায়নরত ছিল।
নিহত রিপনের সহোদর বড় ভাই বলেন, আমাদর ভাই-বোনের মধ্যে, এক মাত্র রিপন কলেজ পর্যন্ত পড়াশোনা করেছে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
0 মন্তব্যসমূহ