সর্বশেষ খবর

10/recent/ticker-posts

আয়না - সাজিয়া আফরিন।।BDNews.in


আয়না

সাজিয়া আফরিন

==========================


প্রহসনে খেলাঘর চিত্তে বিরসতা,

বিবেকের কাঠগড়ায় জমা অসারতা।

মুখে সাধুতার বুলি দক্ষ অভিনয়ে,

নিরাশার বালুচরে ক্ষত চিহ্ন বয়ে।


আশার প্রদীপ শিখা ব্যবধানে লগ্ন,

অঝোরে অশ্রুসজল পরিহাসে মগ্ন।

মুখোশ আড়ালে ঢাকা চেনা সেই মুখ,

পাপাচার কর্মে লিপ্ত অভিলাষে সুখ।


অপ্রতুল আচরণে স্বার্থেতে উদ্ধার,

চিন্তনে দুষ্টবুদ্ধিরা খেলে পরিষ্কার।

পরস্বার্থে সহমর্মিতা প্রকাশে কুণ্ঠা বোধ,

জ্ঞানের কর্মে অজ্ঞতা প্রতিফলে নির্বোধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ