সাজিয়া আফরিন
====================
খেয়া পাড়ে লম্বা সারি
কর্মে ব্যস্ত অন্তিম লগ্ন
পশ্চিমাকাশে রক্তিম থালা
ঘরে ফেরা চিন্তায় মগ্ন।
হাজার প্রশ্ন মনে উদয়
বিচিত্র এই জীবনধারা,
ঢেউয়ের স্রোতে স্বপ্নগুলো
অভিমানে কেঁদে সাড়া।
নিত্যদিনের অভাব মাঝে
চাওয়া পাওয়া থাকে বাকি,
কষ্ট বুকে কৃত্রিম হাসি
অজান্তে মন দেয় যে ফাঁকি।
আঁধার নামে চারিদিকে
প্রদীপ জ্বলে তুলসী তলে,
ভাঙা গড়ায় অস্তরাগে
বুকের পাঁজর নদীর জলে।
সাগর ভরে নোনা জলে
রবির আলো পথের বাঁকে,
গাছপালায় সব পাখ পাখালি
কিচিরমিচির সুরে ডাকে।
0 মন্তব্যসমূহ