কারিমা বিনতে রাজ্জাক
======================
মৃত্যু যখন আসবে তেড়ে
যেতে হবে ভূবণ ছেড়ে
থাকবে না আর ধরার বুকে আমার আনাগোনা।
সবাই আমায় ভুলে যাবে
মৃত্যুর পরে নিষ্ঠুরভাবে
আসবে রেখে গোরস্থানে ধরে খাটের কোণা।
থাকতে হবে আঁধার ঘরে
একা একা রইবো পড়ে
আপন বলে থাকবে না আর অন্য কোনো সাথি।
কর্ম করে নিবো যাহা
ওপারেতে পাইবো তাহা
ভালো আমল করলে পাবো আঁধার গোরে বাতি।
মুনকার নাকির প্রশ্ন নিবে
না পারিলে শাস্তি দিবে
বেহাল দশা হবে তখন বাড়বে পেরেশানি।
খাঁটি মুমিন হলে তবে
প্রশ্নের উত্তর সহজ হবে
মুছে যাবে হৃদয় থেকে সকল দুঃখ গ্লানি।
ওপারেতে হাসতে হলে
চলতে হবে সুকৌশলে
ছাড়তে হবে গুনাহের কাজ জীবন চলার পথে।
ধরতে হবে আলোর মশাল
ছুটতে হবে অনন্ত কাল
প্রেমের নহর গড়তে হবে আল্লাহ নবীর সাথে।
0 মন্তব্যসমূহ