বিডি নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, ঢাকা জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ধানমণ্ডি বত্রিশে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সংগঠনের সহ-সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার মুহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবী, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, দপ্তর সমন্বয়ক মুহাম্মদ নূর আলম সরদার, ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ