সভার প্রথমে আমাদের গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের নির্বাহী সদস্য শ্রদ্ধেয় কবি, লেখক নুরুন নাফা আপার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা করা হয়। শ্রদ্ধেয় নুরুন নাফা আপার সন্পর্কে সভার শুরুতেই আমাদের কার্যনির্বাহী সদস্য শ্রদ্ধেয় কবি, হাসিনা রহমান হাসি আপা আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতটি পরিচালনা করে আমাদের গড়াই নন্দিনীর সহ সভাপতি শ্রদ্ধেয় মোঃ খলিলুর রহমান মজু।
আজকের সভায় সংগঠনের সাহিত্যচর্চাকে কি ভাবে গতিশীল ও তরান্বিত করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন গড়াই নন্দিনীর সাহিত্য সম্পাদক একাধারে তিনি কবি, লেখক, প্রাবন্ধিক জনাব হাসান টুটুল।
সভায় স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহন করেন: কবি আসমা আনসারী মীরু,শাহিদা পারভীন রেখা, মোঃ খলিলুর রহমান মজু, হাসিনা রহমান হাসি, কামরুল আহসান মনি, হাসান টুটুল,আক্তারী সুলতানা, রোকসানা ইয়াসমিন নাহিদ ও অমিত হাসান সৃজন। সার্বিক আলোচনা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে চা চক্রের মধ্যদিয়া সভার কার্যক্রমের সমাপ্ত ঘোষনা করেন শ্রদ্ধেয় সভাপতি আসমা আনসারী মীরু।
শাহিদা পারভীন রেখা
সাধারণ সন্পাদক,
গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া জেলা শাখা, বাংলাদেশ।
0 মন্তব্যসমূহ