বশির আহমেদ
=============================
হুতাশনে রক্ত রণে
বর্ণমালা আসে,
ভাষা শহীদ তারই দানে
স্বর্গ'পরে হাসে।
মায়ের মুখের মধুর বুলি
পাখির গানে গানে,
বাংলা ভাষা অমর সে তো
শান্তি আনে প্রাণে।
এই ভাষাতে ফুল ফোটে ওই
গল্পে বাউল সুরে,
কাব্য কথা ছন্দ খুঁজে
ফিরে জগৎ জুড়ে।
মিষ্টি ভাষা বাংলা আমার
হাজার ভাষার সেরা,
রাষ্ট্র ভাষা আন্দোলনের
ত্যাগ ও সাহস ঘেরা।
এই ভাষাতে ধন্য হয়ে
হাসি মুখে চলি,
মায়ের ঠোঁটে ঠোঁট মিলিয়ে
বাংলায় কথা বলি।
0 মন্তব্যসমূহ