সাজিয়া আফরিন
===============
সবুজের নীড়ে ছায়া ঢাকা পথে
কোকিলের কুহুতান আর পাপিয়ার পিউ পিউ
বাঁশের বনে চাঁদের আলোয় লুকোচুরি
হালকা ঝিরিঝিরি হাওয়া বইছে দু'ধারে
শুধু তুমি কাছে নেই বলে শূন্যতা বুকে
শিউলির নির্যাস বকুলের বনে বনে
মেঘগুলো যায় কোথায় যে হারিয়ে
চেনা শহর ঘুমন্ত পৃথিবী নীরবে খুঁজে পথ
সন্ধ্যা নামে নিঝুম ধরায় একলা পথিক
আমি শুধু তোমাকেই খুঁজে বেড়াই
এক পলকে উদাসী ভাবনা ভীড় করে বসে
কাশের বনে শুভ্রতায় নীলাকাশ সাজে
স্বপ্নরা জাল বুনে অবেলায় পথ ধরে
আশা যেন কার পানে চেয়ে চেয়ে বলে
এই তুমি এলে, ফের বুঝি হলো সময়?
0 মন্তব্যসমূহ