সর্বশেষ খবর

10/recent/ticker-posts

মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ ১২ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় ধানমণ্ডি বত্রিশে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে সংগঠনের নেতৃবৃন্দ। একই দিনে বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ অফিসে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান" শীর্ষক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কামরুজ্জামান রাজু। এসময় আরোও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর্য শিল্পী রাশা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, ওমর ফারুক গাজী, ড. নাজনরন আলম, সাজু সরকার, নাজির হোসেন, মোঃ মুসা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: পাপুল হোসেন, দপ্তর সমন্বয়ক মুহাম্মদ নূর আলম সরদার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ স্বাধীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক রুবেল রানা, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল, শাহবাগ থানার সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক কাজী নাসির, বাবলী আক্তারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, "বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ মঞ্চের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতৃবৃন্দকে শপথ নিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আরোও সক্রিয় ভূমিকা রাখতে হবে। "প্রতিষ্ঠাবার্ষিকীর আহবান, দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান" এই শ্লোগানকে সামনে রেখে সমগ্র দেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত চার মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা।

একাত্তরের পরাজিত অপশক্তষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকারী স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এদেরকে অবশ্যই দমন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধ শেষ হয়েছে কিন্তু আদর্শিক যুদ্ধ এখনো চলছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাহাত্তরের সংবিধানে বাংলাদেশকে অবশ্যই ফিরে যেতে হবে। বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে এদেশে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করতে হবে। রাষ্ট্রকে এবিষয়ে যথাযথ আইন প্রণয়ন করতে হবে। আগুন সন্ত্রাস ও মানবতা বিরোধী দল বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের উপদেষ্টা ভাস্কর্য শিল্পী রাশা বলেন, "মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ বাস্তবায়নের যুদ্ধে আমাদের পূর্বসূরীদের ন্যায় আমরাও জয়লাভ করবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে সকল রাজনেতিক দলকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। নির্বাচন কমিশনের নিকট আহবান বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে অস্বীকারকারী রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত রাজনীতির নামে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর বাংলায় এদের রাজনীতি করার কোন অধিকার নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ অতীতের ন্যায় ভবিষ্যতে এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ