সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুমারখালীতে শতবর্ষী ফাউন্ডেশন কার্যালয় ও জনকল্যাণমূলক উদ্যোগের উদ্বোধন।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ কুমারখালীতে মহান বিজয়ের মাস  ডিসেম্বরের ০৬ তারিখ ২০২৩  ইং  রোজ বুধবার উদ্ভোদন করা হলো অসহায়, দুরস্ত, গৃহহীন পথশিশুদের পাশে দাঁড়ানোই  জন্য নতুন উদ্দোমে, সুস্থ ও সঠিক চিন্তাধারা নিয়ে কুমারখালী সোনাবন্ধু মার্কেট শতবর্ষ ফাউন্ডেশনের কুস্টিয়া জেলা শাখার অফিস কার্যালয় উদ্বোধন করা হয়। 

শতবর্ষ ফাউন্ডেশন কুস্টিয়া জেলা শাখার উদ্বোধন অনুষ্ঠানে, আওয়ামী মটর শ্রমিকলীগের কুস্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সংস্কৃতি পরিষদের কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক,  বাংলাদেশ পরিবহন শ্রমিকলীগের কুমারখালী উপজেলা শাখার সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কুমারখালী পৌর শাখার সভাপতি ও শতবর্ষ ফাউন্ডেশন কুস্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সুজন ও আওয়ামী মটর শ্রমিক লীগের কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সংস্কৃতি পরিষদের কুমারখালী উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবহন শ্রমিকলীগের কুমারখালী উপজেলা সাধারণ সম্পাদক ও শতবর্ষ ফাউন্ডেশন কুস্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম এবং শেখ রাসেল শিশু পরিষদের  কুস্টিয়া জেলার সাধারণ সম্পাদক, কুমারখালী পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: কারিউল ইসলাম এর তত্ত্বাবধানে শতবর্ষ ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার পথ চলা শুরু হলো।



শতবর্ষ ফাউন্ডেশন কুস্টিয়া জেলা শাখার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শতবর্ষ ফাউন্ডেশনের কুস্টিয়া জেলা শাখার  উপদেষ্টা মো: আব্দুল ওহাব, কুমারখালী প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সুজয় চাকি, উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউসিলর মাহাবুব আলম বাবু, কুমারখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিক, কুমারখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের  কাউসিলর জুল্ফিকার আলী হিরো,  কুমারখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিধান কুমার ঘোষ, কুমারখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাইফুল রহমান সুমন এবং অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনতা উদ্ভোদন অনুস্থানে উপস্তিত ছিলেন।

সারাদেশে জরিপ অনুযায়ি ১০ লক্ষ পথশিশু রয়েছে, তাদের মধ্যে ৪৩ শতাংশ শিশু বাসস্থানহীন, ৫৩ শতাংশ শিশু মাদক আসক্ত, ৪৭% শিশু  যৌন নির্যাতনের শিকার, ৫৭ শতাংশ শিশু  অসুস্থতার কারনে ডাক্তারের কাছে শরণাপন্ন হতে পারে না। পুরো দেশে এমন পথশিশুদের জীবন বদলানোর তাগিদেই এই সংস্থা নিরলস পরিশ্রম করে চলেছে। সবার একনিষ্ঠ উদ্দোগে পথশিশুদের পাশে দাঁড়ানোই এদের একমাত্র উদ্দেশ্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ