এ বিষয়ে পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোবারক, বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মামুন হোসেনসহ একাধিক প্রধানশিক্ষক জানান, ১৬ ডিসেম্বরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমাদের ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা প্রত্যেক বিদ্যালয়কে ৪০০ টাকা করে দিতে হবে বলে মৌখিকভাবে জানান। তবে গুঠিয়া ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা বিষয়টি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে জানান।
তারা আরও জানান, উজিরপুরে ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আর এতে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ৭২ হাজার ৪০০ টাকা। এত টাকা কী কারণে দরকার তা জানা নেই তাদের। জেলার অন্যান্য উপজেলায় খোঁজখবর নিয়ে জানা গেছে তাদের শিক্ষা অফিস থেকে এ ধরনের কোনো নোটিশ বা মেসেজ দেওয়া হয়নি।
এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনাজ শিল্পী গণমাধ্যমকে জানান, আমি কোনো টাকা তুলছি না, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই মেসেজ দিয়েছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন গণমাধ্যমকে জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক বিদ্যালয় থেকে ৪০০ টাকা করে চাওয়া হয়েছে। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন গণমাধ্যমকে জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কোনো বিদ্যালয়ের কাছে টাকা চাওয়ার প্রশ্নই আসে না! যিনি চেয়েছেন এটা তার ব্যক্তিগত বিষয়।
0 মন্তব্যসমূহ