সর্বশেষ খবর

10/recent/ticker-posts

এমন একজন জীবনে থাক - সামিরা খাতুন পাশা।।BDNews.in


এমন একজন জীবনে থাক

সামিরা খাতুন পাশা 

=======================

এমন একজন জীবনে থাক যে একটি কথা না বলেও শত কথা বুঝে যাবে চোখের পানে চেয়ে।

যে হারানোর ভয়ে নানা প্রশ্ন সহজে নেবে

অভিযোগ মনে না করে।

জীবনে এমন একজন থাক যে অনায়াসে বুঝবে না খেয়ে থাকার কারণ প্রতি ক্ষণে ক্ষণে। 

যে বুঝবে অসম বেদনায় নিরবে চেয়ে থাকার মানে।

জীবনে এমন একজন থাক যে 

প্রতি সকালে অফিস যাওয়ার সময় শাড়ি নির্বাচন করুক।

ধরে দিক কুঁচি, ম্যাচিং করে টিপটা পড়িয়ে দিক কপালে।

আলতো করে ছুঁয়ে দিক অধরখানি সারাদিনের ব্যস্ততার ভার নামাতে।

জীবনে এমন একজন থাক যে খুনসুটিগুলো গায়ে মাখুক ভালবাসার আবরণ করে।

আননে বিরক্তের ছায়া না পরুক ভালবাসার সাতকাহন পড়ে।

জীবনে এমন একজন থাক ঘাসফুল এনে নিয়ত হাতে দিক পরম যতনে।

ভোরের ঘুমটা ঘুমাক জড়িয়ে নিশ্চিন্তে বুকের পাজরে ধরে।

জীবনে এমন একজন থাক যে পায়ে ফোটা কাঁটা তুলে দিক নিপূণ হাতে সাবধানি ধমকের মায়ায়।

মিষ্টি শাসনে বুকে রাখুক অকৃত্রিম মমতার ছায়ায়।

জীবনে এমন একজন থাক শরীর মন একইভাবে প্রবাহিত হোক যার প্রতিটি ছোঁয়ায়।

সুবিশাল আকাশের ছায়া হয়ে থাক ধরণীর অববাহিকায়।

জীবনে এমন একজন থাক 

ভাললাগার রাজ্য জুড়ে বিচরণ চলুক তার একই গতিতে সীমানার এপাড় ওপাড়।

হাত ধরে একই সাথে পাড়ি দিক সব পারাবার।

জীবনে এমন একজন থাক যার গলা জড়িয়ে ধরে অনায়াসে বলা যায় সকল অপূর্ণতা অপ্রাপ্তি। 

আপন মহিমায় ক্ষমা করে দিক সকল ভুলভ্রান্তি।

জীবনে এমন একজন থাক যে মিষ্টি ঝগড়ার মাঝে খুঁজে পাক প্রকৃত ভালবাসার সুখ।

যে সঙ্গীর হাত ধরে পালটে নিক অপরিবর্তিত ভাগ্যের রূপ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. আমি ও সামিরাি দিদির মতো এমন একজনকে পাশে চাই সারাজীবন। আমার দরদী দিদি হয়ে থাকুন আগামী দিন গুলোর জন্য।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

      মুছুন