সর্বশেষ খবর

10/recent/ticker-posts

কুয়াশায় ঢেকে আছে ফরিদপুর শহর।।BDNews.in


নাজিম বকাউল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর শহর কুয়াশায় ঢেকে আছে গভীর রাত থেকেই এ কুয়াশা পড়ে অন্ধ কারের মতো সৃষ্টি করেছে। সকালে রাস্তায় কেউ হাটা হাটি করারজন‍্য বাহির হয়নি।  শহরের রাস্তা গুগো ফাকা রয়েছে। রাস্তায় নেই কোন রিক্সা ও বড় ধরনের গাড়ি।

বিশেষ প্রয়োজন গাড়ি বাহির করছে না। ঢাকা সহ দুরপাল্লার পরিবহন গুলো সতর্ক অবস্থায় চলা চল করছে। ফরিদপুর শহরের জনতা ব‍্যাংকের মোড় থেকে অনেকে দিন আনে দিনে কাজ করে খাবার যোগার করে তারা কুয়াশা ও শীতের কারনে বাড়ি ফেরত চলে যেতে দেখা গেছে। 

রমজান নামের এক শ্রমিক জানান শীত ও কুয়াশার কারনে মালিকরা কেউ কোন কাজ করাছেনা। শীত ও কুয়াশা কমলে তারা আবার কাজ করাবেন। তিনি আরো বলেন সমস্যায় পরলাম আমারা যারা রোজ কাজ করে খাবার কিনে ক্ষুধা  নিবারন করতে হয়। প্রতিদিন কাজ শেষ করে ঐ টাকা নিয়ে বাজার করে সংসার চালাই। এভাবে কয়েক দিন থাকলে পরিবারের লোক জন নিয়ে না খেয়ে মরতে হবে।

শহরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সকালে যেভাবে কুয়াশা পরছে এতে পরিবহন সহ সাধারণ জনগনের রাস্তায় চলাচলল খুবই রিক্স।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ