সর্বশেষ খবর

10/recent/ticker-posts

শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ।।BDNews.in




মিষ্টি দত্ত, বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের বেপারী বাড়ির পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় এক নারী পাতা কুড়াতে গিয়ে নবজাতকের লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে। পরে স্থানীয় বাসিন্দারা কাবিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেনকে বিষয়টি অবহিত করেন। তার মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, উদ্ধার করা লাশটি নবজাতকের। তবে কে বা কারা লাশটি ফেলে গেছে তা জানা যায়নি। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ