সর্বশেষ খবর

10/recent/ticker-posts

১৯টি মাছ বিক্রি করে বদলে গেল জেলেদের ভাগ্য।।BDNews.in


বিডি নিউজ ডেস্কঃ শনিবার (২৪ ফেব্রুয়ারি) খোলপেটুয়া নদীর নীলডুমুর খেয়াঘাটে বাজারে মাছগুলো বিক্রি করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয় মালঞ্চ নদীতে জেলেদের জালে ধরা ৯টি জাভা মাছসহ মোট ১৯টি মাছ বিক্রি হয়েছে তিন লাখ ৫৩ হাজার টাকায়।

চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি বনবিভাগ থেকে পাস নিয়ে দুইটি নৌকায় সুন্দরবনে মাছ ধরতে যায় শ্যামনগর উপজেলার পারশেমারি গ্রামের বারিক খাঁ, শহিদুল ইসলামসহ মোট ১০ জন জেলে। গেল ২১ ফেব্রুয়ারি বিকালে মালঞ্চ নদীতে তার জালে ধরা পড়ে দুটি জাভা ভোল মাছ ও ১০টি মেদ মাছ। মাছগুলো বরফ দ্বারা সংরক্ষণ করে শনিবার সকালে শ্যামনগরের নীলডুমুর খেয়াঘাটে আনার পর নিলামে বিক্রি হয় ৩ লাখ ৫৩ হাজার টাকায়। মাছগুলো নিলামে কিনে নেন উপজেলার কলবাড়ি এলাকার মাছ ব্যবসায়ী আবদুস ছাত্তার।

স্থানীয় মাছ ব্যসায়ীরা বলেন, জাভা মাছ পাওয়াটা কষ্টকর। এ মাছের ফুলকা অত্যন্ত মূল্যবান। ওষুধ তৈরিতে মাছটির ফুলকার কার্যকারিতা রয়েছে। ব্যবসায়ীদের থেকে ওষুধ কোম্পানিগুলো মাছটি ক্রয় করে থাকেন।

শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, চলতি মৌসুমে দু’বার জাভা ভোল মাছ পেয়েছে জেলেরা। জেলেদের মাছের ন্যায্য দামের বিষয়ে অফিসিয়ালি দেখভাল করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ