সর্বশেষ খবর

10/recent/ticker-posts

একুশ - সামিরা খাতুন পাশা।।BDNews.in


একুশ

সামিরা খাতুন পাশা 

===========================

একুশের পরতে পরতে ফাল্গুনী বাণী,

এ যেন রক্ত ঝরা অমর কাহানী।

কত কত তাজা প্রাণ পড়ে রাজ পথে,

'মাতৃভাষা বাংলা চাই' মিছিলের রথে।


প্রার্থনা সদা সেই নিবেদিত প্রাণে

স্বর্গীয় প্রাপ্য থাক স্রষ্টার ত্রাণে।

শ্রদ্ধায় সম্মান জানাই এই দিনে আজি

করিতে ভাষার জয় জীবন ধরেছে বাজি।


ভুলব না কভু মোরা এই জয় গান,

চিরদিনই সাথে রবে, হবে নাতো ম্লান।

রক্তের স্রোতে ভিজে আমার সোনার  মাটি

পূর্ন করে স্বভাষায় বাংলার ঘাটি।


বাংলার মুক্তি, বাংলা ভাষার মান,

রাখিতে অকাতরে জীবন করেছ দান

বিনিময়ে দিয়ে গেলে বাংলা ভাষা

কীর্তিটুকু উচু থাক এই অভিলাষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ