বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে খেলাধুলার জন্য তরুণ প্রজন্মের উৎসাহিত করতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন।যুব-তরুণ সমাজকে বেশি বেশি খেলাধুলার প্রতি আহবান জানিয়ে কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খানের দাবীর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ঘোষনা দেন কুমারখালীতে দ্রুত মিনি স্টেডিয়াম করা হবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, কুমারখালী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জাকারিয়া খান জেমস’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রিকেটের উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রসাশক বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শরীফ হোসেন, কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা সুকল্যান, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ।দীর্ঘদিন পর কুমারখালী স্পোর্টিং ক্লাব যেনো প্রাণ ফিরে পেয়েছিল। ক্রীড়া প্রেমী দর্শকদের উপস্থিতিতে স্পোটিং ক্লাবের চারপাশ ছিল উপচেপড়া ভিড়।
উক্ত উদ্বোধনী খেলাঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নাগরিক পরিষদের সভাপতি, ক্রীড়াবিদ মোঃ আকরাম হোসেন, কুমারখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল প্রমুখ।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মহেন্দ্রপুর স্পোর্টিং ক্লাব কুমারখালী ও নগর বাঁকা স্পোর্টিং ক্লাব হালসা মিরপুর।প্রথমে টসে জিতেও ফিল্ডিং করতে নামে নগর বাঁকা স্পোটিং ক্লাব হালসা মিরপুর ।
প্রথমে ব্যাট করতে নেমে মহেন্দ্রপুর স্পোর্টিং ক্লাব কুমারখালী ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে।১৫০ রানের টার্গেটের জবাবে নগর বাঁকা স্পোর্টিং ক্লাব হালসা মিরপুর খেলতে নেমে ১৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৩ রান করে বিজয়ী হয়।কুমারখালী খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এই ক্রিকেট খেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনকল্যাণ সংস্থার কর্ণধার জাকারিয়া খান জেমস।
0 মন্তব্যসমূহ