সর্বশেষ খবর

10/recent/ticker-posts

শিবচরে ৫ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিক ও চক্ষু চিকিৎসা।।bdbews.in

 


ঢাকা মহানগর প্রতিনিধি: মো আলী হোসেন:   মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ১০টি ক্যাম্পেইন এর মাধ্যমে ১১টি ইউনিয়নের প্রায় ৫হাজার রোগী বিনামূল্যে ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষাসহ ঔষুধ প্রদান, ৩০ দরিদ্র রোগী ফ্রী লেন্সসহ অপারেশনে ফিরে পেল দৃষ্টি শক্তি- 



মাদারীপুরের শিবচরে বিনামূল্যে সাড়ে ৪শ রোগী পেল চোখ ও ডায়াবেটিক রোগের চিকিৎসা। শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রত্যন্ত এলাকার রোগীদের ব্যবস্থাপত্র প্রদান শেষে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ৩০ দরিদ্র রোগীর বিনামূল্যে ফেকো অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সমিতির পক্ষ থেকে। বিনা মুল্যে চিকিৎসা পেয়ে রোগীরা ফ্রী লেন্সসহ অপারেশনে ফিরে পেল দৃষ্টি শক্তি-  বিনা মূল্যে ডায়াবেটিক চোখের চিকিৎসা পেয়ে খুশি এলাকার শত নারী পুরুষ। 


শিবচর ডায়াবেটিক সমিতির আয়োজনে শনিবার দিনব্যাপী উপজেলার দক্ষিন বহেরাতলার টেকেরহাট  উচ্চ বিদ্যালয়ে চোখ ও ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন সাড়ে ৪ শ রোগীর ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদিন রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধও প্রদান করা হয়। 


এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ১০ টি ক্যাম্পেইন এর মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও ৪২ দরিদ্র রোগীকে ঢাকায় নিয়ে বিনামুল্যে চোখে ফেকো অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সমিতির অর্থায়নে।


 এ সময় শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নি প্রমূখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ