সামিরা খাতুন পাশা
================
এসো হে রমজানুল মোবারক
আত্মায় আত্মা মিলিয়ে মোদের ঐক্য হোক।
ধনী গরীব বিভেদ ভুলে ইসলাম করে উঁচু
সমতার দীক্ষা নিয়ে গড়ি সবকিছু।
রমজানের শিক্ষা রাখি সারা বছর প্রাণে
তারাবিহ প্রতিষ্ঠা করি আতর গোলাপ ঘ্রাণে।
যাকাতের নিসাব যেন না করি কভু ভুল
মুসলিম উম্মাহ যেন জান্নাতেরই ফুল।
একমাত্র বিধান দাতা প্রকৃতি ও মানবজাতির
তোমার দয়ায় রই পড়ে হায়, আশা নিয়ে মুক্তির।
তাওফিক চাই দয়াল আল্লাহ বরকতময় মাস জুড়ে
যত দ্বিধা দ্বন্দ্ব থাকুক মন থেকে দূরে।
পূণ্যের পাল্লা করি এ বোনাসে ভারি
সকল ভুলের ক্ষামা মাঙ্গি মনের আহাজারি।
পাড়ের কড়ি রমজান আমার দ্বীনের নায়ে চড়ে,
তোমার করুণায় অলখে ভিড়িবো আলোমাখা ভোরে।
0 মন্তব্যসমূহ