নিজেকে প্রো-এক্টিভ রাখার জন্য অযথা একটা সেকেন্ড সময় নষ্ট করলাম না। জীবনে ২৭ বছর সংগ্রাম করলাম কারো সাহায্য ছাড়া।
অথচ এখন জীবিকার তাগিদে যখন চাকরির জন্য বড় বড় টাই পরা লোকের সামনে নিজেকে উপস্থাপন করি, তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হলেও তারা মনে করে— আমি কীভাবে কাজ করবো! আমি তো স্পেশাল, ফাইলপত্র কীভাবে ঠিক রাখবো, কম্পিউটারে কীভাবে টাইপিং করবো?
আমার যে মানসিক শক্তি দিয়ে সকল কাজ করার এভিলিটি দেখিয়েছি এবং সকল কাজ করতে পারবো এটা তারা বুঝেও না বুঝার ভান করেন।
আজকে পড়াশোনা না করলে ব্যাংকে ১০ লাখ টাকা অন্তত জমা থাকতো। এমন এক চিপায় পড়লাম খেতে পারছি না বিষ, না পারছি এদের ধরে এনে মাথায় আঘাত করে বুঝাতাম পারি কিনা দেখ। তাহলে কি জীবন থেকে এতগুলো বছর অর্থহীনভাবে পড়াশোনার জন্য নষ্ট হয়ে গেলো?
সাবেক শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
0 মন্তব্যসমূহ