সর্বশেষ খবর

10/recent/ticker-posts

প্রেমকথা - সুমি ঘোষ।।BDNews.in


প্রেমকথা

কলমে- সুমি ঘোষ

=======================


অভিমানি আকাশ তার কষ্টগুলো বৃষ্টি করে পাঠিয়েছে আমার আঙিনায়। 

অঝোড়ে ঝড়ে পড়ছে প্রকৃতির বুকে।

অপলক বৃষ্টি ঝড়ে পরা দেখছি আমি

পাহাড়ের বুকে  বৃষ্টি ঝড়ে পড়ছে আলিঙ্গনের আশায়।


পাহাড় যেনো ডেকে বলছে আমায় মিলনেই সব সুখ

কিছুক্ষণ পড়েই পাহাড়ের বুক চিড়ে বৃষ্টিরা সব ঝর্না হয়ে বয়ে গেলো।

ভালোবাসা বুঝি এভাবেই বুক চিড়ে বিরহের জন্ম দিয়ে যায়।

যানো প্রিয়, আজ আমার বৃষ্টি হতে  খুব ইচ্ছে হচ্ছে।


আমি ঝড়ে পড়বো তোমার উঠানে, আর তুমি অপলক দৃষ্টিতে শুধু আমায় দেখবে।

এ জন্মে কি তোমার আমার মিলন হবে না?

অতৃপ্ত থেকে যাবে  কি আমাদের মিলনের আশা?

একবুক প্রত্যাশা নিয়েই আমার প্রহর কাটে।


আমাদের মিলন যখন হবেই না তবে কেনো এলে আমার দাড়ে,

শুধু শুধু আক্ষেপ ভরা রজনী কেনো দিলে?

আমিতো তোমায় চিনতাম না,আমায় কেনো দেখতে বললে নয়ন মেলে।

আর দেখাই যদি দিলে তবে তুমি কেনো আমার নয়।।


বিরহের অনলে জ্বালাবে বলেই বুঝি বলেছো ভালোবাসি।

বিরহ বুকে লয়েই তোমার প্রেমকথা বলি।।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ