যদি আমাকে কেউ দেখে এবং বলে যে হ্যাঁ তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, শাড়িটায় সুন্দর লাগছে কিংবা সাজ সবকিছু মিলিয়ে যদি তোমাকে বলে আজ বেশ সুন্দর লাগছে। এর ফলে কি হবে জানো, তুমি যে কষ্ট করে, সময় নষ্ট করে গেলে সেই অনুষ্ঠানটা তোমার কাছে গুরুত্ব পাবে। কি খেলে সেটা কিন্তু গুরুত্ব পাবে না।
আর যদি ঠিক এর বিপরীত টা হয় তুমি গেলে কিন্তু তোমার দিকে কেউ তাকালো না এমন কি হয়তো কেউ সৌজন্য মূলক সাক্ষাৎটুকুও করল না । তখন কি হবে জানো তুমি এই ধরনের যে কোন অনুষ্ঠানে যাওয়ার যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তুমি ঘরবন্দি হতে থাকবে দিনশেষে তুমি নিজের কাছেই নিজে বন্দী হতে থাকবে। তাহলে মূল কথা যেটা দাঁড়ালো যেখানে আমার মূল্যায়ন আছে, গুরুত্ব আছে সেখানেই আমার অস্তিত্ব আছে।
হয়তো কেউ ভালবাসা হীনতাতেও জীবন কাটিয়ে দিতে পারে কিন্তু মূল্যায়ন হীন ভাবে জীবন কাটানো সম্ভব নয়। তাই যে কাজ করলে তুমি নিজের গুরুত্ব খুঁজে পাবে মূল্যায়ন খুঁজে পাবে সেই কাজটাই করো। যেখানে গেলে তুমি মূল্যায়িত তোমার আসল ঠিকানা সেটা। নিজেকে গুরুত্ব দিতে শিখো। কারো জন্য অপেক্ষায় থেকো না, প্লাটফর্ম এ শুধু বসেই রইলে আর জীবন নামের সুন্দর ট্রেনটা যেনো ছেড়ে না দেয়।
0 মন্তব্যসমূহ