সামিরা খাতুন পাশা
===================
রাত্রি জুড়ে বৃষ্টি ঝরে প্রভাত প্রভার বিকাশ
নীল ছড়িয়ে মুচকি হাসে বৃষ্টিস্নাত আকাশ।
নীল জমিনে শুভ্র সাদা ভাসিয়ে মেঘের নাও
হাওয়ার বৈঠায় তাল মিলিয়ে আলতো হাতে বাও।
তোমার না'য়ে আরশ ছোঁবো আমায় কর ফেরি
চাইলে তোমায় দিতে পারি শেষ পাড়ানীর কড়ি।
নূরের জ্যোতি মাখবো গায়ে ইচ্ছে ডানা মেলে
তোমার মত যেথায় খুশি সেথায় যাব চলে।
রবের নিকট আরজি জানাই ক্ষমা লাভের সাধ
দুই জাহানে সম্মান দিও আমার ফরিয়াদ।
কতটুকু করেছি কি যে তোমার জানা সবই
মানবতায় দেখেছি সদা তোমার দয়ার ছবি।
মেহেরবানি করেছ অতি কৃপার ঘাটতি নাই
সবার ভালবাসা দিয়ে ধন্য করেছ আমায়।
আমায় তুমি মুক্ত কর নীল আকাশের মত
ভুলগুলো হোক তোমার মায়ার ক্ষমা শত শত।
0 মন্তব্যসমূহ