নিহতেরা হলেন উপজেলার শেরকান্দী এলাকার শামীম ইসলামের মেয়ে শেফা (১৭) ও চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হোসেনের ছেলে শাহাজাদা (১২)। তার দু’জনে সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে দু’জন গোসল করার জন্য নদীতে নামলে দু’জনই নদীতে তলে ডুবে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পরিবার সুত্রে জানা যায়, গড়াই নদীতে পরিবারের লোকজনদের সাথে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় দু’জনই।
এ বিষয়ে চাঁপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, দু’জনের নদীতে ডুবে মৃত্যু হয়েছে। আমি শুনেছি ঘটনা স্থান পরিদর্শন করেছি, লাশ দু’টি এখন কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে আছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, নদীতে ডুবে দু’জনার মৃত্যুর খবর জানতে পেরেছি, ঘটনা স্থানে কুষ্টিয়া মডেল থানার পুলিশ কাজ করছে।
0 মন্তব্যসমূহ